আট জোড়া বছর একাকিত্বের গভীরে
মেঘজমা জল ছাড়া কিছুই পাইনি।
ইচ্ছেহারা কথারা সাত সমুদ্র ঘুরে
আজো রঙশূন্য কাগজে ঘুমিয়ে আছে।
কাঁরো অশ্রুপদ্ম ফুটেনি অতি বিনয়ে
সন্যাসীর একশোখানা স্মৃতির প্রাচ্যে।
একটু ক্লান্তি ঘুচাবো সাবলীল আবছায়
তাই আষাঢ়ের এক খন্ড সন্ধ্যার সুবাসে
আধাঁরে উদিত বিন্দু বিন্দু তারার আসরে
বিলাতে এসেছি আমার যুগল চোখ
তোমার পরিচ্ছন্ন পলকে----
যদিও টমেটো রাঙা ঠোঁট জোড়া শব্দহীন
কখনো ছোঁয়নি ডেকে এই অপরিচিতাকে।
ভাবছো রিক্ত কল্পনায়, পাথরের মতন
সম্মুখীন আমি কতোখানি পুঞ্জহীন!
নীড় হারা পাখির বেশে খুঁজে চলছি--
অরুপ সম্রাজ্য দৃশ্যমান তোমার প্রাঙ্গণে।
বড্ড উপোসে অন্তরখানা পঁচে যাচ্ছে
         ম- রা-শা-মু-খে-র ম-তো।


রচনাকাল-২৩-০৬-২০১৫।