ছেড়া প্যান্ট, ধুলা মাখা শার্ট
আর কিছু টাকা অল্প
এই নিয়ে অবিরত চলছে
আমার জীবনের গল্প।
কখনও গাড়ি কখনও হেটে
নিত্য ঘুরি পথে পথে
কখনও যদি কেউ আসে বন্ধু হয়ে
তাকেও নিই সাথে সাথে।
নেই মনে রাগ
নেই অভিমান
নিজেকে ঘিরেই আমার
সকল অভিযান।
মনে মাঝে অজানা স্বপ্ন
আশা বাধি অল্প
প্রতিদিন নিজে লিখে চলেছি
আমার ভূবনের গল্প।


হতে চাই না উকিল ডাক্তার
হতে চাই যাযাবর।
ঘুরবো শুধু পথে পথে
থাকবে না কোন ঘর।
একা হয়ে পথে ঘুরবো
স্বপ্ন গুলো পথের ধুলায় উড়াবো।
পাখি হয়ে উড়ে মুক্ত গগনে।
দেখবো ভুবন মূক্ত নয়নে।
এই পৃথিবী কে বানাবো ঘর
মাটি হবে মোর তল্প
সময়ের পাতায় লিখে চলেছি
আমার জীবনের গল্প।