দিন রাত শুধুই চলি ঘুরে
লোকে বলে ভবঘুরে
কখনও নদীর ঘাটে
কখনও বা পাখির সুরে।
গাঙের পাড়ের শ্মশান ঘটে
নির্জনে বসে থাকি
কখনও বা বসে আপন মনে
পেন্সিলে ছবি আঁকি।
উদাস মনে ঘরের কোনে
কবিতা কখনও লেখি
মাঝ রাতে পুকুর পাড়ে
আকাশে চাঁদ তারা দেখি।
সর্বদা চলি নিজের খেয়ালে
চায়না কারো ক্ষতি
কিছু কিছু লোক দেখে বলে
বুড়ো বয়সে ভিমরুতি।
যে যায় বলুক আমায় নিয়ে
দিয়ই না তাতে কান
মনের ভিতর ইচ্ছে জাগলে
কখনও ধরি গান।
মিথ্যা প্রেমের জগৎ হতে
থাকি একলা দূরে
জীবন টা কে ভাসিয়ে দেবো
মানব প্রেমের সুরে।