অপরাজিতা কান্না করেছে সারারাত
স্নেহের তরে বলেনি কথা
রাখেনি কেউ হাতে হাত।
আমি বিভীষিকা কে মানাবো হার
কে ভেঙেছে স্বপ্ন তার?
আমি শান্তিময় এ ভুবনে
আনবো আজ হাহাকার।
কেঁদে মরুক আজ ঐ স্বপ্নের দল
আমি কাঁপাবো ভুবন সাগর অতল
বোঝাবো আজ  আকাশ কে
কতটা মূল্য তার চোখের জল।
সারা পৃথিবীতে আজ
যুদ্ধের সাইরেন বাজবে
কাঁদিনি নাকি সীমার কখনও
সেও আজ কাঁদবে।
ভেঙেছে কে আজ তার মনের আশা?
করেছে কে তার স্পৃহা নাশ?
আজ আমি কাঁদাবো ভুবন
করবো সবার সর্বনাশ।
অপরাজিতার চোখের জলের ফোঁটা
কতটা যে দামি
চলার পথে বাঁধা দেয় যদি
বুঝবে ঐ অন্তর্যামী।
কাঁদলো কেন অপরাজিতা
কে গিয়েছে ব্যাথা দিয়ে?
নিয়তির কাছে নিবো আমি
সকল হিসাব চুকিয়ে।