শুধু এই জন্ম নয়
গত শত জন্ম ধরে
পেতে চেয়েছি আমি তোমায়
নিজেরই করে।
তবু পারিনি রাখতে ধরে
যতই এসেছি কাছে টেনেছি
তুমি গিয়েছো সরে।
আমার শত জন্মের চেষ্টায় পারিনি
রাখতে তোমায় ধরে।


প্রত্যেক জন্মে এসেছি
নিয়ে নতুন  আশা
বুকের মাঝে ভরাট হয়েছে
অনন্ত ভালবাসা।
এতো ভলোবাসা তুমি
দু-হাত রেখে দূরে ঠেলে
বারবার তুমি আমা হতে দূর
মরিচীকার পিছে ছুটে গেলে।
আশাহীন বুকে তবু আশা জাগে
মনে ভালোবাসার তেষ্টা
যতই টানি ততই ছাড়ো
যতই করি আমি চেষ্টা


জীবনের প্রতি টা জন্মে
করো তুমি ভুল
কাঁটা তুলে নাও
যদি দিই ফুল
জানি না এমন ভুলের
আছে কি মূল।
তোমারি হেয়ালে থাকো কোন খেয়ালে
ভেসে চলেছি আমি অকূল।
তোমার অবুঝ মন
হয়েছে সর্বনাশা
বারবার ঠুকরে দেয়
আমার অনন্ত ভালবাসা।