চাকরি খুব দরকার
আর কভু শুনতে চাই না
জীবনের হাহাকার
উত্তপ্ত রৌদ্রময় দুপুরে আমার পিতা
আর কতকাল খাটবে?
আমার পেট ভরাতে, মা আর কতকাল
আধপেট খেয়ে থাকবে?
ছোট্ট বোনটি না পাওয়ার আবদারে
আর কতকাল কাঁদবে।
তাই একটা চাকরি দরকার
খুব দরকার।


কে দিবে চাকরি এই নিষ্ঠুর সমাজের
লোভী মানুষের মাঝে
এরা যে বড়োই নির্দয়,নির্মম
থাকে ভালো মানুষ সেজে।
এই বিবেকহীন সমাজে চাকরি করতে লাগে
টাকা কাড়ি কাড়ি
আমার পিতার যে ভাঙাঘর
ঠিক ভাবে জ্বলেই না হাঁড়ি।
এমন দূরাবস্থায় কোথায় পাবো
টাকার কাড়ি?


তবে কি পারবোনা আমি পিতা কে দিতে
নতুন একটা বাড়ি?
মা কে কি পারবোনা তাঁতে বোঁনা
নতুন একটা শাড়ি?
ছোট্ট বোনটিকে রংপেন্সিল, কাগজ,
সুন্দর হাতের চুরি।
জীবন জুড়ে থাকবে চাহিদা?
আর হাহাকার?
দরকার খুব দরকার
চাকরি খুব দরকার।