চারদিকে আজ নিস্তব্ধতা
থমকে গেছে সব কিছু
সুখ গুলি গেছে উধাও হয়ে
মৃত্যু নিয়েছে পিছু।
এটা কি যুদ্ধের সংকেত
নাকি ঠিক যুদ্ধও নয়
তবু যে হচ্ছে দেশদেশান্তরে
কত জীবনের ক্ষয়।
এক পক্ষের লড়াই এটা
লড়াইয়ের যে এমনি ধরন
মারছে কতনা জলীয় অস্ত্র
হয়না শত্রুর মরন।
রাজপথে শুধু আজ
লাশের গাড়ি
তবু কারো চোখে নেই কান্না
নেই যে কোন আহাজারি।
শত্রু যে সে ভিষণ চালাক
যায় না দেখা খালি চোখে
হঠাৎ এসে করছে ঘায়েল
করছে প্রহার গলা বুকে।
বৃথা হলো যে এই দুর্দিনে
যত্নে গড়া আধুনিক অস্ত্র
ভরসা এখন অযত্নে গড়া
হাসপাতাল, চিকিৎসা শাস্ত্র