ও আমার দেশের প্রভু
দেশের জন নেতা
ভোটের সময় এগিয়ে এলে
শোনাও কত কথা
লক্ষ জনতার মাঝে
দাও যে কত ভাষন
ক্ষমতা পেলে রামের মত
দেশকে  করবে শাসন।
দাও তুমি লোকের কানে
এতো মধুর শোনান
তুমি যেন এই বিশ্বের
শ্রেষ্ঠ মহান।
ভোটের পরে জয়ী হলে
লোকের কথা যাও ভুলে।
আমরা তখন ভাসি
অথৈ সাগর জলে।
তোমার ঐ শাসন কালে
আমরা তোমায় ভাবি খোদা
তুমি তখন যাও ভুলে
আমাদের পেটে আছে খুদা।
দেশে ভিতর দুর্যোগ কালে
তোমার কভু দেখানা মেলে
আমরা তখন
দেশের ময়লা,দেশের বনজঙ্গল
আমরা যদি মারা যায় হবে যে
তোমার অনেক মঙ্গল।
দেশের এই বিপদ কালে
কতো রকম আসে ত্রাণ
আমরা ভাবি এবার বুঝি
হবে দুঃখের পরিত্রাণ।
আমরা তখন স্বপ্ন বুনে
আশা বাধিঁ এই ছোট্ট বুকে
ভাবি বুঝি আসবে তুমি
চেয়ে থাকি তোমার মুখে।
তুমি তখন ত্রাণের ঐ
খাবার গুলো করো চুরি
ব্স্তা বস্তা চাল গুলো
নিজের গুদামে রাখো ভরি।
ভাবিনি তোমায় নিয়ে
এতোটা হবে শো-র
ভাবিনি আমাদের জননেতা
কখনও হবে চোর।