দেশের খাবার যোগাতে যারা
দিন রাত শুধু খাটে
সুখ হায় বড়োই নিষ্ঠুর
তাদের কপালে না জোটে।
সুখ গুলি সব তাদের কপালে
যারা দেশের সমাজপতি
রাজনীতির নামে হিংসা রটিয়ে
করে সমাজের ক্ষতি।
উন্নয়নের নামে বানী ছড়িয়ে
দেশটাকে নেয় লুটে
আমার কৃষক খেটে মরে খেতে
ন্যায্য নাহি জোটে।
রাতদিন শুধু পরিশ্রম করে
যোগায় দেশের অন্ন
তবু হায় তারা পায় না সম্মান
করো না তাঁদের গন্য।
বারোমাস মাঠে গায়েগতরে খেটে
পাই না তারা ন্যায্য মূল্য
তবুও কৃষক ব্যাথা করে না প্রকাশ
আছে কি তার সমতুল্য?
কৃষক যদি হায় ফসল না ফলায়
দেখি দেশ কেমনে চলে?
পারবে কি নেতা ভাষনে বা শাষণে
পারবে কি কোন কলে?
মূখে যতোই দিক না ভাষন
যতই ছাড়ুক বয়ান
উচ্চস্বরে বলবো মাথা উচু করে
আমার কৃষক মহান।