ওরা কারা?
যারা আমার ভাইয়ের বুকে
ছুরি মারে?
হেসে হেসে মানুষ কে খুন করে?
মানুষের আর্তনাদ শুনে
উল্লাসে মেতে ওঠে
আমার দেশের মা বোনদের
শরীর টা কে নেয় লুটে?
ক্ষমতার জন্য
মানুষ কে হত্যা করে?
ধর্মের জন্য বিভেদ সৃষ্টি করে?
ওরা যে দেখতে মানুষের মত
আমার শরীরে যা যা আছে
ওদের ও আছে তত।
তবুও কেন এতো বিভেদ
এতো ভেদাভেদ?
ওরা কি তবে মনুষ রুপি
অন্য জগতের প্রাণী?  
বলতে পারবে?
বলনা একটু শুনি?
জানতে খুব ইচ্ছা জাগে।
এদের ও যে আমার মত তেষ্টা লাগে।
খুদা পেলে খাবার লাগে।
তোমরা তো বলো মানুষ
তবে কেন নেই এদের হুঁশ?
ওরা যাদের মারে ওরাও কারো ভাই,
কারো বোন।
ওদের ও আছে মন।
মন....?
আচ্ছা ওদের তো আমাদের মত শরীর আছে
ওদের বুকের বাম পাশটা দেখো না চিরে
ওখানে কি মন আছে?
অনুভূতি আছে?
ওখানে মন নাকি পাথর?
তবে কেন অন্যের কষ্টে
এরা হয়না কাতর?
নেই কি মনে এদের স্বজন
হারানোর ব্যাথা?
কেন শোনে না এরা করজোড় করা
প্রান ভিক্ষার কথা?
এরা কারা?
উল্লাসে মেতে মানুষ মারে যারা?