ঝরা পাতার মত ঝরে যায় যদি
এ পৃথিবী থেকে ঝরে
দিও না ফেলে সবার মত
শ্মশান লোকের ভিড়ে।
রাস্তার ধারে কৃষ্ণচূড়ার নিচে
দিও সমাধি করে
বসন্ত বাতাসে পড়বে ফুল
আমার বক্ষে ঝরে।
যাওয়া আসার পথে দেখবে লোকে
দেখবে আমায় দৈনিক
দেখবে নির্জনে শুয়ে আছে
পরাজিত এক সৈনিক।
করুণা ভরে কেউ যদি দেয়
সন্ধ্যা প্রদীপ জ্বেলে
নির্জনতায় থাকবো চেয়ে
পাথরের চোখ মেলে।
কত না লোক আসবে যাবে
এই না পথ বেয়ে
শুনবো সবার পায়ের ধ্বনি
মাটির নিচে শুয়ে।
কৌতূহল ভরে পরিচয় চাই কেউ
আঙুল উঁচিয়ে এই দিক
বল তারে এখানে শুয়ে নির্জনে
জীবন যুদ্ধে,
পরাজিত এক সৈনিক।