সভ্যতা আজ দাড়িয়ে আছে কোথায়
মানুষ মরে দুঃখে মরে ব্যাথায়।
দেখি ফুটপাত, রাস্তার ওই বাঁকে
কত দুঃখী না খেয়ে মরে ধুঁকে।
তোমরা তো অট্টালিকায় থাকো সুখে
এদের খবর ক’জনই বা রাখে।
কারো নেই ঘর, নেই ঘরের চাল
কে করবে বলো এদের দেখভাল?
কত নেতা আসে ভোটের আগে রোজ
ভোটের পরে থাকে না কারো খোঁজ।
কত রকম ভাষন কত প্রতিশ্রুতি
তবুও যে এদের হয় না কোনো গতি।
ঘর হয় না, হয় না কোন বাড়ি
ভাল করে জ্বলে না এদের হাড়ি।
অধিকার যে টুকু বা জোটে
উন্নয়নের নামে সবকিছু নেই লুটে।
রাত কাটাই তারা রাস্তার দুপাশে
যতই বৃষ্টি যতই না ঝড় আসে।


পথে পথে ভিক্ষা করে দুটো টাকার জন্য
ধনী হতে নই, খেতে দুটো অন্ন।
খিদের জ্বালায় বৃদ্ধ শিশু ঘোরে পথে পথে
একটি টাকা দাওনা তাদের হাতে।
তোমাদের যে থাকো সর্বদা টাকার ঘোর
দেখাও শুধু তাদের ওপর জোর।
তোমাদের তো আছে অনেক টাকা
হয় শুধু ওদের বেলায় ফাঁকা।
জমাও টাকা বাড়াও ঘরের তালা
তোমরা কি বোঝ খিদের পেটের জ্বালা?
ডাস্টবিনে ফেলা তোমাদের এঁটো খাবার
হয় যে দেখো তাদের পেটের আহার।
আমার যদি করি এদের অবহেলা
এদের যে না খেয়েই কাটবে বেলা।
এরা আমার ভাই আমার দেশের লোক
ক্ষতি কি যদি করে,ওরা একটু সুখ ভোগ।