আমার এই একলা চলা
পথে মাঝে
সকাল-বিকাল, সন্ধ্যা-সাঁঝে
হঠাৎ করে দেখা দিলে
সরল সহজ মনটা আমার
প্রেম সাগরে তলিয়ে নিলে।
তোমার এ-ই চলন বলন
হাসির ধরন
অবিরত খেয়াল খুশিতে
মনটা শুধু করছে স্মরণ।
একাকিত্বের সংগোপনে
হাতটি ধরে বন্ধু আমায়
করে নিলে
বুকের মাঝে একি আগুন
জ্বালিয়ে দিলে।
দুজনার চলার মাঝে
কত কথা মনে আসে
স্বপ্ন হয়ে চোখে ভাসে।
কিছু কথা বলি মুখে
বাকি কথা চুপি সারে
বুকের মাঝে মাথা ঠুকে।
থাক না সেসব
নাই বা হলো সেসব বলা
এমন করেই হোক না বন্ধু
তোমার আমার পথচলা।