বৈশাখ এসেছে আজ-
শুভ-হালখাতায়, অতীতের সকল পাওনা বুঝিয়ে দিতে;
বৈশাখ এসেছে আজ-
নতুন দিনের নতুন আশা নিয়ে ;
বৈশাখ এসেছে আজ-
ভালোবাসার বারতা নিয়ে ;
বৈশাখ এসেছে আজ -
সব হিংসা বিদ্বেষ দু:খ-ঝরা  ভুলিয়ে দিতে;
বৈশাখ এসেছে আজ-
তীব্র তপ- দাহে রুক্ষ মৃত্তিকাকে
শীতল জলে স্নান করিয়ে দিতে ;
বৈশাখ এসেছে আজ -
সকল কুসংস্কারের মূলে আঘাত করতে;


বৈশাখী তীব্র ঝড়ে
দূর হয়ে যাক সকল অবিচার -অন্যায়;
বৈশাখী তীব্র ঝড়ে
দূর হোক সব অধর্মতা ;
বৈশাখী তীব্র ঝড়ে
ছিন্ন ভিন্ন হোক সকল বেহায়াপনা-অশ্লীলতা;
বৈশাখী তীব্র ঝড়ে-
উড়ে যাক পূঁজিবাদের কালো শক্ত দালান ;
বৈশাখী তীব্র ঝড়ে -
ভেংগে  যাক সকল সন্ত্রাসীর শক্ত  থাবা ;
বৈশাখী তীব্র ঝড় শেষে
যেন দেখতে পাই
সুন্দর এক প্রিয় বাংলাদেশ আমার।।।।