এটা তো সেই "ইংলিশ চ্যানেল"
সগৌরবে বাংগালী "ব্রজেন দাস"
চরম  বীরত্বে করেছিলেন জয়  ;
হীম! নোনাজল প্রবল ঢেউ---
কোন কিছুই কি   বীর বাংগালীকে  পেরেছিল আটকাতে ?
তার অনেক বর্ষ পরে  ঠিক সেই জায়গাটায় ;
লোনা পানিগুলো পা টা ভিজিয়ে দিচ্ছিল বারবার ---
ঠান্ডা শীতল নোনাজল  ;
তীর থেকে কিলোমিটার দূরবর্তী পানির ঢেউ গুলো গর্জন করে তার বিদ্রোহ করছিল প্রকাশ
দুপুর গড়াতেই হু-হু করে বেড়ে গেল ঢেউ
জোয়ার এসেছে জোয়ার -
নিমিষেই বালুচর  হারিয়ে  রূপান্তরিত সমুদ্রে,
এই তো ক্ষণিক  আগে--
এটাইত ছিল আমাদের সকার -মাঠ,
তুমুল শোরগোল আর হৈ চৈ-
গোল --গোল ----গোল ----


বেলজ আর ফ্রেঞ্চ  শিশুগলো বালু দিয়ে বানাচ্ছিল সুন্দর মাটির বাহারি শিল্প --
কত  জাত-বেজাতের আকৃতি, দালান
পেট্রোল চালিত কয়েকটি গাড়ি চলছিল সৈকত ধরে  ---
উত্তাল হাওয়ায় ভেসে  ক্রীড়া পিপাসুরা জলের উপর দিয়ে শোঁ-শোঁ  করে চালাচ্ছিল  হরেক রকম "স্কী ""-----
হঠাৎ  জোয়ারের তোড়ে হারিয়ে গেল সব--
এখন শুধু সীমাহীন  জল আর ঢেউ ছাড়া কোন কিছুই যে আর  অবশিষ্ট নেই।।।