সুরমার তীরে সিলেট আমার
প্রিয় জন্ম স্থান,
শুকুর হাজার আল্লাহর কাছে
দিয়েছেন এমন দান;


পবিত্র  ভূমিতে শাহজালাল এলেন
এলেন শাহপরান,
তিনশ ষাট আউলিয়ার স্মৃতি মাখা
এক  অপূর্ব্য গুলিস্তান ;


দুটি পাতা একটি কূড়ি দিয়ে
সাজানো যে   অনেক বাগান,
দিল ছুঁয়ে যাওয়া  সেই দৃশ্যে -
ভরে যে আনন্দে মনপ্রাণ ;


সাতকরা, কমলালেবু, শীতল পাটি
সিলেটেরই যে  ট্রেড মার্ক,
আনারশ, পাতিলেবু, বেতের আসবাব
শ্রীহট্যের যে বাড়ায় সোহাগ ;


চা বাগান, জাফলং-যেথায় পিয়াইন গাং
অযুত পর্যটক আজও টানে,
এটাই যে আধ্যাত্বিকতার রাজধানী বাংলার
সবাই মানে যে মনেপ্রাণে ;


সিলেটের গর্ব আনোয়ার, রুশনার
ব্রিটিশদের আজ  দেখায় পথ -
সিলেট  বাংলার রানী সেজে আছে
এতে নাইকো কারও দ্বিমত ;


লন্ডন,নিউইয়র্ক  প্যারিস বলো
সিলেটীরা  আছে বিশ্বময়,
বিলিয়ন রেমিটেন্স আনছে বাংলায়
দারিদ্রতা করছে জয়;


সিলেটের ই সন্তান আতাউল গনির
নেতৃত্বে সেই একাত্তরে -
হয়েছি  স্বাধীন, পেয়েছি বাংলাদেশ
শত স্যালুট তার বরাবরে;


সিলেট আমার সিলেট সবার
সিলেট বাংলার  অহংকার;
সিলেট স্বর্ণ,  সিলেট ডায়মন্ড
সিলেট মোদের  অলংকার ।।।