মনের কথা আমি
প্রকাশ করতে চাই
সবাইকে জানাতে চাই;

কিভাবে দেখতে চাই  
সমাজকে -আমার দেশকে,
আমার নিজেকে ;


আমি প্রকাশ করতে চাই
আমার   ভালোবাসা-
আমার  ভালোলাগা,


আমার আনন্দ আমার বেদনা
আমার চাওয়া-
আমার পাওয়া ;


আমি করতে চাই
সুখের অতীত স্মৃতি রোমন্থন
আত্মবিশ্বাসে টুইটম্বুর হতে ;


না পাওয়ার বেদনাকে
শক্তিতে রুপান্তর  করতে চাই
সত্যের  বলে হতে চাই বলীয়ান ;


আমার চোখে দেখা এই ধরা-
এই মানুষ,  এই প্রকৃতি
আমার উপলব্ধি সব ;

আমি প্রকাশ করতে চাই
আমার ঘৃণা, আমার ক্ষোভ
অন্তরের অন্তঃস্তল থেকে ;


আমি প্রতিবাদী হয়ে উঠতে চাই
সকল অত্যাচারীর বিরুদ্ধে
সকল জালিমের বিরুদ্ধে ;


আমি আঘাত করতে চাই
সকল স্বৈরাচার-স্বেচ্ছাচারী
শাষকের বিরুদ্ধে -


আমি কথা বলতে চাই
সকল মজলুম, নিরীহ, খেঁটে খাওয়া
মানুষের পক্ষে ;


আমি সকল আদর্শের  বিরুদ্ধে
বিজয়ী দেখতে চাই
কালজয়ী মানবতাবাদী সেই আদর্শকে ;


আমার অংগুলী গুলো যেন
সেই দিন অবধি  কাজ করে
অন্যতায় নয় ;


এতে আমার লিখা
প্রকাশিত হোক বা না হোক
কেউ কবি বলুক বা নাই বলুক;


কিছু কি  আমার যায় আসে ?? -
কবিতা শুধুই একটি মাধ্যম বৈ
আর কিছু কি ????