৬০, বুলবার্ড কুখছেল, প্যারিস,
মায়ানমার দূতাবাস- সম্মুখপানে -
২২ সেপ্টেম্বরের বিকেল বেলায়-
আকাশে বাতাসে বজ্র কন্ঠে ধ্বনিত হচ্ছে প্রতিবাদের সেই স্লোগান গুলো -
"খুনী মায়ানমার "
"খুনী সুকী "
" নোবেল প্রাইজ কেঁড়ে নাও "
"গণহত্যা বন্ধ কর"
"আমরা সবাই রোহিঙ্গা "
ধর্ম-বর্ণ নির্বিশেষে- কি পুরুষ, কি বা নারী-
সবার মুখে একি কথা বাঁচাও মানবতা ;
মানুষ হয়ে মানুষের ওপর কেমনে করে এত অত্যাচার-নির্য্যাতন?
মানুষকে হত্যার জন্য কি নৃশংসতা!
কি দানবীয় উল্লাস - রক্ত খেকোদের। -
মগ আর মেলেটারী মেতে উঠে আদিম উল্লাসে প্রতিদিন --
ফরাশী ছেলে "স্তেফান " অনবরত চিৎকার করে গলা ফাঁটিয়ে যাচ্ছে --
রোহিঙ্গারা যে মুছলিম
এতে তার কি ভ্রুক্ষেপ আছে ??
কয়েক বার দেখালো
গলায় জুলানো তার ক্রুশ চিহ্নটি --
আজ বিপন্ন মানবতা ;
ধর্ম যেখানে এনে দেবে মানবতার মুক্তি-
সেখানে কেন এই হিংসার বিষ-বাস্প?
আদর্শ দিয়েই ত আদর্শকে করতে হয় পরাজিত ;
তাহলে ন্যড়া মাথার বৌদ্ধরা কি ইসলাম-আদর্শের কাছে পরাজিত ?