আঁখিদ্বয় বুঁজো
একবার কল্পনা করে দেখো সেই অসীম অনন্ত জগৎকে
গভীর চিন্তায় মগ্ন করো নিজেকে
কোথায় ছিলে তুমি জন্মের আগে?
আর মৃত্যু ঘটে গেলে
কোথায় বা যাবে তুমি?
কল্পনা করো আর প্রগাঢ় নি:শ্বাস নাও
সীমাহীন শুন্যতা করছ কি  অনূভব?
চিন্তা করো মৃত্যু ঘটে গেছে তোমার
বস্তু জগতের কোন কিছুই আর তোমার নয়
তোমার দরকার নেই খাদ্য, অক্সিজেন, পানি আলো, বাতাস কোন কিছু
এই সীমাহীন শুন্যতায় শুধু খোদাকেই করবে অনূভব----
সেটা এক অবর্ণনীয় ভালোলাগার অনূভুতি
দেখো তোমার অন্তঃরাত্মা খুঁজে বেড়াবে শুধু
তার স্রষ্টাকে
সেই অনূভুতির মাঝে কি !! চিরশান্তি লুকিয়ে আছে,
এই বস্ত জগতই মানুষকে দুঁ:খ দেয় কাঁদায়,
নিমজ্জিত করে লোভ লালসায় /
আর কি মেলে এরি মাঝে?
কত গুলো হা হুতাশ,  মিছে মরীচিকা -
অনন্তকাল তুমি - এই রকম সীমাহীন
শুন্যতার ভেতর----
আরো কতকাল মৃত্যুর পর
খোদাকে যদি করতে পার অনূভব
দেখবে নেই ঝরা, নেই দু:খ,  নেই ক্লেশ
এক অসীম শান্তির রাজ্যে হারিয়ে যাবে তুমি
সেখানে এক আল্লাহ ছাড়া আর কিছুই তো নেই।।।।