ঢাকা থেকে যাত্রা শুরু
গন্তব্য জানি না,
কোথায় আমি যাব ভাই?
সেতো অজানা।


ভেবেছি শুধু যেতে হবেই
অনেক অনেক দূরে,
হোক না সে ভূমধ্যসাগর বা
আটলান্টিকের পারে।


দিল্লি, মস্কো, কিয়েভ গেলাম
কোথাও না ঝান্ডা গাড়লাম।
প্রাগ, ব্রাটিস্লাভা,ভিয়েনা
কোথাও যে মন টেকেনা।


এদেশ ঘুরে ওদেশ ঘুরে
রোম, নেইপলস, ভেরোনা,
না পেলাম ----
খোঁজে ঠিকানা।


অবশেষে হলাম থিতু
নাপোলিওনের দেশে,
কিন্ত, মন টা আমার পড়ে রইল
ছোট্ট সোনার দেশে।


পাখ পাখালির সুর আর
ভোরের মধুর আযানে,
মনটা আজ ও পাগল করে
সেই, গরম-বিনুই চালের ঘ্রাণে।


পরের দেশ কি নিজের মতো
এত্ত আপন হয়?
নিজের দেশে ফিরে যেতে
মন টা মুখিয়ে রয়।


দায়িত্ব আর কর্তব্যের বোঝা
ফিরতে কি আর দেয়?
দেশের জন্য তার পরেও
মনটা যে কাঁদে।।