আমি আজ পরিণত, আমি অর্ধ শতক
হারা সব মুক্তিশিখার স্বর্ণ পদক
হারা সব দৃপ্ত প্রাণে রিক্ত মানব
হারা সে জনতা শক্তি ভীত নিবর
কোথা সে নিঃস্বার্থ প্রেমের মিনার
কায়েম কেন স্বার্থ তন্ত্র, নেই ধিক্কার
স্তব্ধ সকল কবি, সকল কলম হিংসার সুরে
কে দেখে জীর্ণ আমার কণ্ঠ ক্ষীণ শিকল ঘিরে
মম বুকে অঙ্গার ঝড়ে শ্রমিক চিতার
নেই তাদের অশ্রুর তরে বিপ্লব দুর্বার
মূর্ত সে শিকল ভাঙা স্বাধীন চিত্ত
প্রতীক আমি পরজীবিদের, অন্যের হাতে মুষ্টিবদ্ধ
পাকিদের প্রেতাত্মা দের তরবারি, বুকে করছে আঘাত
নেই কোন বীর নেই কোন কাণ্ডারী করতে তাদের নিপাত
করি কর জোড়, হবেনা যে ভোর,  দাও মোর শেষ দন্ডাদেশ
মনে রেখো ছিলো কোনদিন দৃপ্ত, লহূতে সিক্ত বাংলাদেশ!