হৃদয়েতে মেলা ভার পরে আছে , মানবতা কি মিথ্যে?
পশুর চেয়েও পশুত্ব কেন মানুষেতেই বেশি বাজছে?
অবিশ্বাস আর নিষ্ঠুরতার খরস্তুপের মাঝে
মানবতা শুধু কেঁদে চলে হায় বিবেক কাটার ঝাজে
মস্তিষ্ককে কে ভরে রেখেছি বাস্তবতার মোহে
শুনেও শুনিনা হৃদয় কান্না বন্দি স্বার্থ ব্যূহে
ভালোবাসা তারা ঢেকে ফেলি হায় ছলনার ধোঁয়াশায়
শ্রদ্ধা নদীকে ভরাট করেছি কামের ধূলিকণায়
জ্বলে পুরে ছাই মন কাশ বন হিংসার দাবানলে
ছাইটাও পুরে নিঃশেষ হবে কলির এই অনলে
দেহ মন্দির মনোরম তবু মনেতে এই প্রলয়
আত্মহত্যা পাপ তবে কেন আত্মা হত্যা নয়।