আমি চির চঞ্চল হতে চায় না,
সুরের মাধুর্য ধরিতে যায় না,
যে টুকু করি আস্বাদন,
তাকে করে রাখি যতন।
নিভে গেছে যে আলো,
পিছন ফিরে চায় না তারও।
জানি সামনে উঠবে আলো আবার
মুছে দিয়ে আধার,
যে বায়ু বয়ে গেছে তাকে পাঠায় না বার্তা
জানি সেই কাজটা
করবে আগত আরেক বায়ু
তাই ভাবনা নেই অযথা।