একটু দূরে চলতে চলতে
হারিয়ে গেছো বহুদূরে
একবারও কি
আমায় পরে না মনে
ধীরে ধীরে কথাগুলো
আস্তে আস্তে হচ্ছে নিস্তব্ধ
তোমার নয়নতারার মাঝরাতে
সূর্যটা যদি থাকত
তবে তার আলোয়
দেখতে পেতাম তোমাকে
খুঁজে পেতাম অবশ্যই
হারাতে না এভাবে।
সবুজ বৃক্ষ গুলি আধারে
হয়ে যায় কালো
আর তুমিতো
রক্তে মাংসে গড়া মানুষ
মিশে যাবে
আধারের অভিমানে।