আজও  দুজনে কাছে এলে
প্রজাপতি পাখনা মেলে
স্বাগত জানায়
শেষ বিদায়ের।
রক্তের রক্তিমতায়
অজানা স্নেহ গেঁথে  যায়
মম মন বারান্দায়
চির তরে চির অজানায়
বিভুঁই অভর্থ্যনায়।
সাজিয়ে রাখি ফল ফুলে
চলন্ত নদীর কূলে।
তুমি ভাসানো নৌকায় বসে
যাও  দূর অজানায় ভেসে
দুই ধারের প্রকৃতি
জানাবে তোমায় আর্তি
রাখিবে মনে তোমারে
হারানো দেশে ক্ষণিক বিশ্রামে।
কর্মময়তার জীবনে স্মৃতির পাতায়
যদি উদয় হয়,
এই সম্পর্ক আবছা স্বপ্নে।
তীব্র ইচ্ছা জাগিবে মনে
এই দেশে ফিরিবারে
যদিও থাক  বহুদূরে
হাতের নাগালে পাবে না যখন আমারে
ভরিয়া যাবে অন্ধকারে।
সাত রঙের রামধনু
হবে সাদা ধুধু
শুধু মনের মাঝের ছবি
বার বার মারিবে উঁকি।