আমার প্রেম শেষ মোহনায়
পড়িল না অবাধ সাগর দরিয়ায়।
উৎস থেকে উদ্যম ছুটে আসা
শুধুই ক্ষণিক মিলনের
পৃথিবীর উপর আমার ভাষা
আছে শুধু ক্ষত চিহ্নের।
আগামীর স্বপ্নে বিভোর দুনয়ন
বুঝে গেছে কাঁদার পাকে পাকে।
হঠাৎ হতাশার অধোগমন
অতীত যেন আজ নিরুত্তর পিছু ডাকে।
সূর্য যেন আমাকে ভালবেসে,
টানে স্বস্নেহে তাহার পানে।
অবাধ ভালবাসার আবেশে
মত্ত হীন জাগে মনে।
ভস্মীভূত করিয়া সূর্য আমারে
দূর করে সাগর থেকে।
আমার প্রেম পরানটারে
জ্বালিয়ে দেয় ব্যর্থ শোকে।



ঘোড়াঘাটা
২৮/০২/২০২০
১৯.৩০ ঘ: