আপামর জন সাধারণ
বাড়ায় মিছিলের রূপ,
নেতার ভাষায়
পায় ক্ষণিকের সুখ।
ভণ্ড নেতার ভণ্ডামি
ভুলে যায় মিছিলের সভায়
তাই সব ভুলি
মিথ্যা মিছিলে পা বাড়ায়।
নেতার স্বার্থ চরিতার্থ
করিতে মিছিলের শেষে,
পাই সে কত বাহবা
নিঃশেষিত সবার অকপটে।
মিছিলের সভায় মিথ্যা আশ্বাস
প্রতিটি মুখোশ ধরি নেতার
নির্বাচনের প্রাক্কালে করে হাঁসফাঁস
খোঁজে ভোট বেচা বিক্রেতার।
সামর্থ্যকে বিকায় কয়েকটা টাকার মূল্যে
এ হল আপামর জনসাধারণ,
চেতনা হয়েছে এত খাটো পরিণত হয় হাতের পুতুলে
ঐ রাজনৈতিক বাদশাদের অকারণ।
দশদেশের ভাবনা নেই আজ
এ সমাজ সামাজিক জীবনে,
নিজে বেঁচে থাকতে পারলেই ব্যাস
আল্লাদ বিলাস ব্যসনে।
ঐ মুখোশ ধারী নেতা
এ জন সাধারণের সামর্থ্যে
আজ আছে ধরে শাসকের আসনটা,
ভরিয়া যাচ্ছে বিলিয়ে নিষ্টুর কর্মে।
এ জন সাধারণ আজ আসে না
এগিয়ে প্রতিবাদ করতে,
থাকে নিজের ঘরে, দিয়ে দরজা।
ওই নিষ্টুর অত্যাচার সয়ে,
তাদের এ ভিতের পিছনে
আছে ঐ বাদশাদের কালো হাত
তারা যে দেবে ভাসিয়ে
রক্ত নদীতে প্রতিবাদী মানুষের লাশ।
তারা যে ক্ষুদ্র এ বৃহত্তর সমাজে
যদি সবাই এগিয়ে আসে বিদ্রোহে।
খুঁজে পাওয়া যাবে না তাদের কে
পিষে যাবে আপামর জন সাধারণের পদতলে ।