এখন সমাজটা হয়ে গেছে ভিন্ন
দিকে দিকে উন্নতি
আর মনের ঘরে অবনতি
রঙ বেরঙের পোশাক পরে
গায়ে সুগন্ধি মেখে
মুছতে চাই বন্য গন্ধ
যা অনাবিল যা মলিন
যা অপরিহার্য্য।
এই রক্তে মাংসে গড়া দেহের
ছিল হাজার মেল বন্ধন
মানুষ যেন অতি প্রিয় পাত্র
ছিল সবার স্নেহের।
এ প্রকৃতি দিয়েছে হাজার সৌন্দর্য্য
রাঙিয়েছে ফুলে ফলে
তবুও রয়েছে অশেষ
গেয়ে উঠেছে তালে তালে
আর মানুষ বড় লোভী
সে হয়েছে খুব হিসাবি
দিয়েছে নিজেই তার পরিচয়
সে এক স্বার্থপর।