এ শিক্ষা বিনা
মানব জাতি উন্নতিতরে পৌঁছবে না,
এ শিক্ষাকে যারা সুন্দর করে গড়িয়া লয়
তাদেরকে এ সমাজ শিক্ষক কয়।
শিক্ষকতা যেন এক মহান ব্রতী
অন্ধকার সমাজে জ্বালায় বাতি।
শিক্ষকই মানব গড়ার কারিগর
শিক্ষা দিয়ে এ সমাজ কে করে অঙ্গীকার
নব নব শিক্ষার্থীর জীবনে
আলোক ভরিয়ে দেয় শিক্ষা জ্বালিয়ে।
অপরিণত চেতন সত্ত্বাকে
নিয়ে যায় উন্নতির সর্বাঙ্গে।
শুধু পুঁথিগত বিদ্যায় নয়
সত্য নিষ্টা আদর্শের দেয় পরিচয়।
ছাত্রের মহামূল্যবান জীবনের স্বার্থকতায়
তাদের রক্ত শিরায় মিলে মিশে একাকার।
প্রেম ভালোবাসা নিয়ে ছাত্রের পরিপূর্ণ জীবন
তাদেরই উদ্যম কর্ম প্রয়াসের বলিদান
তাদের উপরই ভর করে রয়
সুনির্মল ছাত্রের ভবিষ্যৎ
এরই তরে শিক্ষকের আসন সবার উপরে
কত ঋণী মানব সমাজ তাহার কাছে।