এ স্বাধীনিতা তুমি না এসে
এই পরাধীন ভারতবর্ষে
পাঠিয়ে দিয়েছ তোমার পরিচারিকাকে
যে এসেছে পরাধীনতার গ্লানি মুছতে।
এ স্বাধীনিতা  তোমাকে পারিলাম না মানতে
আসা স্বাধীনতা দেখিলাম অবাক চোখে
পারেনি মহৎ আদর্শ ভরিয়ে দিতে
পেরেছে শুধু পরাধীনতার নাম মুছতে।
এ স্বাধীনতা তিলে তিলে  গড়া স্বপ্নে দিয়েছে ঢেলে জল
আজও  কি ভেঙেছে পরাধীনতার কল
কত চোখের জলে ভাসে আজও ভারতবর্ষ
স্বাধীনতা পেরিয়েছি আমরা প্রায় শতবর্ষ।
এ স্বাধীনতা আমরা কি চেয়েছি, এই রূপে তোমাকে
সমাজ কেড়ে খায় দীন  দুঃখী মানুষকে
তারা কি তোমার না পাওয়ার যোগ্য
তোমার কাছে বিভেদ আছে কি ভাগ্য।
এ স্বাধীনতা এটা কখনো হয় না
অগ্রপথিকের তরে দেও  হাত বাড়িয়ে
আর এই পতিতদের দিক থেকে নেও  মুখ ফিরিয়ে
না তুমি আমার চাওয়া স্বাধীনতা না।
এ স্বাধীনতা তোমার কি অজানা
এই পতিত মানুষ ও তোমাকে করছে আহ্বান
শত  দুঃখ সহ্য করেও খুলেছে  মনের দ্বার।
তাদের সাথে করিলে অবতারণা।
এ স্বাধীনতা রেখো মনে তুমি
যতদিন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে
ততদিন পতিত অনাহারে মরেও জন্মিবে
তোমার জন্য ভাঙাতে তোমার অভিমানী,
এ স্বাধীনতা তোমার তরে কত বিপ্লবী
রক্ত দিয়ে গড়িয়ে গেলো আগমনী পথ
সেই পথে এসেও হারিয়ে গেলে কোথায়
জানি তুমি বড় অভিমানী।