মনে কর নদীর তীরে
ছোট্ট কুঁড়ে ঘরে
ঝোপ ঝাঁড়ু কাশ বনে
নিম্ম বদনে।
শিউলি ফুলের ডালে ডালে
ফুলের রকমারি
সূর্যের কিরণ পরে জলে
করিবে ঝিকিমিকি।
আমি সূর্যের সামনে দাঁড়িয়ে
সকল সীমা ছাড়িয়ে
বাঁধিব আমি ছোট্ট ঘরে
আশা কে  ঘিরে।
সূর্যের আলো যাবে ভরে
আমার দুই নয়নে
জল ভরা নদীর তীরে
হাঁসেরা গুগলির সন্ধানে
কলমির ফুলে ফুলে
হাওয়ায় পড়িবে ঢুলে
প্রজাপতি পাখা মেলে
ফুলের উপর উড়িয়া চলে
বাঁশ বন নুইয়ে পড়ে
ওগো নদী তোমার কোলে।
শিমুলের তুলায় যায় ভরে
তোমারই কূলে।
আমি দুনয়ন তুলিয়া
তাহা দেখিয়াই ভাবি
তুমি সবারে টানিয়া
দিতে চাও একটু হাসি
আমার মন টিকে
নিলে কাড়িয়া।
তুমি আছ সব দিকে
এ দুনয়ন ভরিয়া।
সন্ধ্যা রাতে থেকে থেকে
থেকে শেয়ালি উঠবে ডেকে
জোনাকিরা টিপিটিপি আলো দেবে
অন্ধকার সরাতে
নিশিথ ঘুমিয়ে যাবে
আমার মতো,
এই ছোট্ট ঘর সাথে রবে
তুমি জাগিয়া দেখো ।