আজ হারানো দিন গুলি
বলে বাড়ে বাড়ে আমারে
কি করিলে মোর জীবনে
হে বিধাতা কি আমার অসাবধানতা।
ফের তুমি চাও না মোরে
দাঁড়িয়ে থাক পিছন ফিরে
আমার ভুলের কি নেয় ক্ষমা
বিধাতা তুমি তো বলনা
করি আজও প্রার্থনা।
দু নয়নে তবু ধরা কেন দেও না
মন প্রাণ দিয়েছি তোমার তরে
তোমাকে করেছি গ্রহণ মন মন্দিরে
তোমার মূর্তি আছে তুমি নেই তাতে
জানি না কি আছে মোর ভাগ্য রেখাতে।