আঁকা বাঁকা নদীর মতো
বয়ে চলেছি একা পথে
সবুজ শ্যামলা ছিল যত
রয়নি আর কেউ সাথে।
অনেক দূর পেরিয়েছি আমি
তাই হয়ত কারো দেখা নাই
তবুও আমি বারবার জানি
সাথির কোনো অন্ত নাই।
আজ দেখা হয়নি ত কি হয়েছে
কালকে আবার দেখা হতে পারে
আজ এই আশায় বয়ে চলি
মনকে স্বান্তনা দিয়ে
জানি আমার শেষ সীমানায়
পৌঁছব সাথীকে নিয়ে
এর মাঝে আমার গতি
রাখিতে হবে ঠিকমত
না হলে হটকে যাবে
জীবনে সাধ আছে যত।
ক্লান্ত দেহের বিশ্রাম
সেটা ত প্রকৃতির প্রলোভন
বিফলে যাবে চলে
যদি তাতে মাতে মন।