আমি চেয়ে দেখেছি
দিনের প্রথম সূর্য
যখন ঘুম ভাঙ্গা  চোখে
চায় পূর্ব গগনে।
ললাভ আবরণ ছড়িয়ে
সব শক্তি বিকিয়ে
প্রাণের অস্তিত্ব জাগিয়ে
অন্ধকার নিভিয়ে
ঐ  উঠে আশাতীত রবি।
পত্র বৃন্ত হতে খসে পরে
বিবর্ণ হয়ে বৃক্ষ থেকে
সবুজ নব পত্র ভরিয়ে দেয়
নব যৌবন বৃক্ষকে।
কচি পাতার কচি রব
শুনতে পেতাম যদি সে সব
বৃদ্ধ বয়সেও হতাম আবার
নব যৌবনের মত।
কঠোর হতাম লোহার মত
মরিচা ধরিত না তাতে
কেননা মনের ঘরে
কখনও  মরিচা  ধরে না।
থাকে স্বতঃস্ফূর্ত আবেগ
তাতে জীবনের নৌকা
ভেসে চলে পাল ঠেলে।