এ সমাজ তাকে দেয় ঠেলে,
কেড়ে নিয়ে প্রতিকূলতাকে।
কাড়ে বাসস্থান দেয়  না আহার,
কাড়ে বাহ্য জীবনের সঞ্চার।
তার পাওনাকে ভাবে বাড়াবাড়ি,
স্বার্থতার জেরে করে গ্রামছাড়ি।
আপদ মস্তক গ্লানি সয়ে,
বিশ্ব সংসার মাঝে যায় হারিয়ে।
কত নদী সমুদ্রে এসে মেশে,
তাহার মিষ্টি জল থাকে কি শেষে।
অগাধ জলরাশির মাঝে,
মিষ্টি জল যায় অস্তিত্ব খুঁজে।
বিশ্ব যেন সমুদ্র তাতে নেই বিভেদ্য,
সব নোনা জল করে আছে  ঐক্য।
পতিত নির্যাতিত সবাই সবার,
হয়ে যায় মিলে  মিশে একাকার।
এ ক্ষুদ্র পরিসর ছেড়ে চেয়ে ওঠো বিশ্বসমাজে,
দেখিবে পতিত নামটাই মিছে।
আছে দীন দুঃখী দরিদ্র ব্যস্ত কর্মভারে,
আপশোষে হীন নয় তারা এ সংসারে।