দিনের নিদ্রা থেকে শুরু
      কাহারো একটা ভাবনায়,
মন করে দুরু দুরু
      নামটা আজও অজানায়।
সর্বদা দেখি যেন
            স্বচক্ষে সামনে,
তবু যে কেন
      তাহার আভাস পাইনে।
সোনালী চুলের রমণী
        রুপালি তাহার চোখ,
স্বপ্নেই যে সঙ্গিনী
           তাই বড় ক্ষোভ।
নিশিদিন খেলে
          সে লোকাচুরি
তাহারে পেলে
      মন ঘরে নেবো পুরি।
সে কি আসবে না
           চোখের সামনে
সে কি ধরা দেবে না
              আপন মনে।