কিসের তরে রক্ত ঝরে
এ সমাজে
দিন দুঃখীর অন্ন কারে
স্বার্থপর মানুষে
শক্তির কলরব বাধে রণাঙ্গন
মাতে  রঙ সজ্জায়
নিবেধ্য তরুণ সৈনিক বাধ্য হয়
রাষ্ট্র নায়কের হাতে নাচতে
তর  তাজা প্রাণ নিয়ে
এ রণাঙ্গন বৃথা নিস্ফল
বুদ্ধিমান  মানবের।
হুঙ্কারে হুঙ্কার জবাবের জবাব
দিতে গিয়ে কত কিছু ধংস্ব
দেখা দেয়  আর্থিক মানবতা খাদ্যাভাব
নৃশংস হত্যায় হয় নিরবংশ
জানিনা কি পায়  এ  লড়াইয়ে
যেথায় বৃথা হয় সময় নষ্ট
যায় তরুণ প্রাণের রক্ত বয়ে।
পুত্র হারা মায়ের কি কষ্ট
তাহা মা ছাড়া কে জানিবে
মানুষ তার মানব সত্ত্বার আঙিনায়
বারবার মূর্ছায়ত হয়ে  ফিরে  আসবে
স্বার্থলোভী স্বার্থপরতার বাসায়
যার থেকে শুরু এ লড়াই।
মানবতা ভ্রাতৃত্বকে কর বড়াই
থামিবে সব শক্তি ময়তা, স্বার্থতা
মন থেকে মুছে যাবে যুদ্ধ কথাটা
শান্তি শান্তিতে ভরে যাবে জগৎ জীবন
রক্ত খেলা স্তব্ধিত হবে তখন।