হিজিবিজি অক্ষর
মাথার ভিতর
দিচ্ছে পাক
বারেবারে
কোনো কিছুই লাগছে না ভালো
দেখছি না আলো
শুধুই অবসাদ মন মাঝে
এটাকে কি সাধে !
হাত পা কেমন
আড়ষ্টের মতন
নড়ছে না সেরকম
মাথায় হচ্ছে গম গম
গিয়েছে মাথাটা গিয়েছে
কৈশোরের শেষ ধাপে
যৌবনের প্রারম্ভে
কি হবে সমাধানে !
এখন থেকে বেদনা দুঃখ
হয়ে যাবে অতি সূক্ষ্ম
আবেগে যাবে ভরে
এ মন দোয়ারে
সর্বে সর্বে ভাব
এ হৃদয়ে
যৌবন স্বভাব
বুঝেও কি বুঝবে !
রক্তটা উত্তপ্ত আরও উত্তপ্ত
করছে মাথাটার ক্ষত
সাহস আরও চরম পরিণতি
ভুলছে তার স্বার্থ
সুন্দর নির্মল জীবনটাকে
করছে এ মন নষ্ট
এটা এর আগেও পৃথিবীতে
হয়েছে যে দৃষ্ট
একা বিংশের যৌবন
কেবল অভিশপ্ত
যৌবন মানব জীবন
স্বার্থক কত কষ্ট।