আহত পথিক
     ব্যর্থ ইশাকারে
     খোঁজে বাঁচার সোপান।
পরিণত স্বপ্নের
      হঠাৎ ভাঙ্গনে
       এলোমেলো পিছুটান।
অভ্যস্ত পেশাদারি
       শরীরটা আজ
             পরিণত যন্ত্রে,
খোঁজে না সে স্পন্দন
       হাজার মিলনে
   বিশ্বস্ত নয় কোনো মন্ত্রে।
সমাজে থেকেও
    সমাজ টা তার আলাদা
               করেছে লোকে,
আর দিনের অবশেষে
       গায়ে সুগন্ধি মেখে
          লোকে খোঁজে তাকে।
জীবন জীবনের জন্য
          আর বাঁচা
     মৃত্যুর পথ আগলে রাখা,
কর্মই পরম ধর্ম
        হোক না সে অকর্ম।