কত শত অনুভূতির
প্রতিনিয়ত হছে মরন,
কেউ বা খেয়াল রাখে তা
করি শেষে অদৃষ্ট কে বরণ।
ভাবনার আকাশে হাজার উৎশৃঙ্খল
প্রতি পদে পদে ভাবায় অকারণ
চেয়ে দেখ স্বপ্নের হচ্ছে মৃত্যু
না শুনে শত বারণ।
না পেয়ে প্রেরণা
এ মন হয়ে গেছে কেমন,
তৃষ্ণার্ত বালুয়ারীতে পরে
নদী হারিয়ে যায় যেমন।
ঠিক তেমনি মনের গভীরতায়
কমে গেছে নাব্যতা,
ভাবনার অনুভূতি পেয়েছে হ্রাস
ভরেছে অজস্র অলসতা।