চাইলে না তুমি একবার
ফিরে পিছনে
কত কথা কত ভাষা
কত গোপন স্বপ্ন আশা
আটকে আছে মনের পাড়ে
তোমার ঐ পাড়েতে।
তুমি এগিয়ে যাও
আমার দেখানো পথ দিয়ে
আর অগোচরে যাও মাড়িয়ে
ভালবাসার বাগিচাকে।
কোমল হাত দুটিকে
কঠোর করে সরাও
আমার বাড়ানো হাত থেকে
আমার দিকে তাকিয়েও
বুঝি চাও না আমার দিকে।
কি পাও এই ইশারাতে
কোনো অজানা আনন্দ
আমাকে উপেক্ষা করে।
সেটা তো আমারও প্রাপ্য
কর  তা থেকে বঞ্চিত
ঠেলে দেও দ্বিধাগ্রস্ত
আপন দুঃখী জীবনে,
কঠোর পরীক্ষাতে
জানিনা সফল হব কিনা
আমার এ জীবনে।