এলেখা যেন পদমর্যাদা হীন
সমকক্ষ অশ্লীল
ঝাঁট দিয়ে ফেলে দেওয়া
পিঁপড়ে ধরা মিষ্টির বাক্সটা
নর্দমায় কদর মেলে
কর্দমাক্ত হয়ে এগিয়ে চলে
বৃহৎ দীঘির জলে
ঢেউয়ের সাথে খেলে খেলে
দীঘির জগৎ টা  নেয় চিনে
ধন্য তবু সে এ জীবনে।
এ লেখা আপদ মস্তকহীন
দৃঢ় জরাজীর্ণ বিহীন
লেখা কাগজ টা
ছেড়ে যায় হাতটা
দরকার নেয় আর
তার বাসার।
খুঁজে নেই ঠিকানা মুক্ত আকাশে
কতক্ষন ভাসিবে কে জানে
পড়িবে কোথায়
অযথা ভাবনা নাই।
লেখার ছোঁয়ায়
শোভায় পায়
জিন্স পড়া তরুণীর গলায়
কাগজের মিছে মালায়।
বদ্ধ  মর্ডান
আধুনিকতার ফ্যাশন
সবটাই বদলায়
করে আধুনিকতার জবায়
এ লেখা আজ কপি হয়
স্যাটেলাইটের দাড়গোড়ায়
হয় তার বদনাম
কদর্য এ পৃথিবীর প্রাণ।
এ লেখার মধুর টান
মিশে যায় বুকে
বেজে ওঠে গান
মর্ডান  মর্ডান।
আধুনিকতার স্কেচ নিয়ে ডিজাইনার
দূর করবে বিশ্ব থেকে
যা আছে লেখার।