বিধির লিখন একি
চারিদিকে চেয়ে দেখি
সেজেছে নানা রঙে
কোনো কিছুর আহ্বানে
মেতেছে আত্মহারা
মুষলধারা বর্ষণে।
জেগে উঠেছে ফসল
চাষীর নিঃস্বার্থ হাল কর্ষণে,
আনন্দ বয় বাতাসে
তবু হা হুতাশ
মনের অন্তর কাশে
চায় না সে অপরিমেয়।
অফুরন্ত প্রকৃতির সৌন্দর্য্য
আবদ্ধ সে কোনো এক
সাধারণ অনন্যার ভাবনায়
ব্যস্ত সর্বদা
পেতে তার সান্নিধ্য
করে না সে ভ্রূক্ষেপ
কি ঘটেছে প্রকৃতিতে
নেই সুখ দুঃখের আক্ষেপ
মনটা মগ্ন শুধু তাকে পেতে
নেই সময়ের প্রতিবন্ধকতা
আছে অটল ধের্য্য
নেই সমাজের চিন্তা
এমনে তার ভাবনায় অপরিহার্য