কৃষ্ণ বর্ণ দেহটা মাথায় উস্কো খুস্কো চুল
ঘামে তার চকচক করছে দেহের মাসুল
তৃষ্ণায় মুখটা গেছে শুকিয়ে
আকৃত দৃষ্টিতে রয় তাকিয়ে
পাড়ার মাতব্বরেরা তারে দিয়েছে কাজ
পরিষ্কার করিতে হবে সব জুতো আজ।


সকাল হতে সে কাজ করছে শুরু
না খাওয়া পেটে করে শুধু উরু উরু
হাত পা কাপে থর থর
পাড়ার প্রতিজনে আছে জড়ো
তবু কেউ কয় না কথা মাতব্বর উপরে
মাতব্বর কে সবাই যে ভক্তি শ্রদ্ধা করে।


দেখিলে মোচড় দেয় মেথর পানে চেয়ে
মাতব্বরেরা ভাষণ দেয় সর্বজনে মুখ উঁচিয়ে
আজ কাল সমাজে
কি সব হচ্ছে বাজে
মেথরেরা হচ্ছে শিক্ষিত যাচ্ছে যে বিলেতে
মাতব্বরেরা ব্যস্ত তাই মেথরের সুতো টানতে।


মেথরের উন্নতিতে হিংসিত উচ্চবর্ণ
ভাবে না নিম্ম ছাড়া নেই উচ্চের গণ্য
মনটা কি পাষান
মাতব্বরের উচ্চ মান
মাতব্বরের উচ্চশিখরে রাখতে চায় গুছিয়ে
মর্মহীন কর্মকরে মেথর কে যাচ্ছে শুষিয়ে।


ভেবোনা এ সমাজের উচ্চ নিচ শ্রেণীর মানুষ
কারো ধর্ম বংশ দেখে নয়, কর্মে আসুক
উচ্চ নিচের ভেদাভেদ
মানবতা থাকে অভেদ
মেথরের মানবতা কি মানুষ নয়
মানুষ বিনা মেথর কি আলাদা হয়।  


জীবনে বেঁচে থাকার সবারের আছে অধিকার
সবাই সবার আছে এ অঙ্গীকার
কি হিন্দু কি মুসলমান
কি শূদ্র কি ব্রাহ্মণ
মানুষ কে যর্থাথ যায় চেনা মান-হুশ  দেখে
কি হবে তার বর্ণ শিক্ষা আকৃতিতে।