এ মনে প্রেমে ভরুক সর্বজ্ঞ
প্রেম থাকুক দুকূল ছাপানো নদীর মতো
হিমালয়ের উচ্চ শৃঙ্গ
ভরুক আকাশ বাতাসের মতো চঞ্চল্য।
যে প্রেম কোনো প্রেমিকের জন্য নয়,
ফুল ও ফলের সম্পর্ক নয়,
রৌদ্র জ্যোৎস্নার মত বিপরীত নয়,
আকাশ পাতালের মধ্যে শূন্য নয়।
এ প্রেম অনন্য করে আমাকে
বিশ্ব সুন্দরী প্রকৃতির কাছে,
সর্ব কোন থেকে অভ্র ঠোঁটে ডাকে
কোন দিকে যাব ভাবি আফসোসে।
এ প্রেম প্রাকৃতিক নয় কৃত্রিম,
জীবন বড় থাকবে প্রেম, থাকবে অন্তিম।
বিকশিত হবে আরও তোমার স্পর্শে,
ফিরে ফিরে আমি দূরে গিয়েও তোমার কাছে।
প্রেমের মেল্ বন্ধনে আমি প্রকৃতি প্রেমিক,
বিধাতা দিয়েছেন ভরে এ বিশ্বকে আন্তরিক।
প্রেম পাত্র আমার উপচে ওঠে প্রকৃতির কূলে,
মাতে মনের বাগান নানা রঙিন ফুলে।