ভুল হয়,
যখন তোমাকে দেখি রমণীর রূপে,
স্বপ্নাকাশ থেকে বাস্তব দিবালোকে,
দাও ধরা আমার দু-নয়নে।


তখন-ই ভুল হয়,
যখন আবেগে ভোরে ওঠে, মাতাও বর্ষণে
হাজার বর্ণের বসন্তের সুদর্শনে,
চারিধার শোভিত আপ্লুত পুষ্টে।


তাই বুঝি ভুল হয়,
যখন আমাকে  দাও উষ্ণ ছোঁয়া মন আবেশে,
তোমার সর্বদৃপ্ত চোখ দিয়ে ডাক কাছে,
আমাকে কর রোমান্টিক পাশে থেকে।


কেন ভুল হয়,
বুঝি তোমার প্রতীক্ষায় থেকে,
সময় যায় চলে কাল থেকে,
আমি শুধু ডেকেই যাব, যাব ডেকে।


তবু ভুল হয়,
এ জেনেও যে তুমি সবার,
তোমাকে বদ্ধ করিতে চায় মন ঘর,
ভেঙে আমার সব অঙ্গীকার।


আজও ভুল হয়,
শত জেনেও তোমার নীতি,
পাল্টায় না আমার মতিগতি,
তোমাকে করিতে প্রেয়সী, চায় সম্মতি।