তব পদতলে সঁপিত এ জীবন
করিয়া লও আপন,
আলোর প্রতিভা দাও জ্বালিয়া
সকল দুষ্কর নিভিয়া।
ধন্য করিয়া মননের গড়িমা
বিশ্ব জয়ী আত্মা,
সফল ব্যক্তিত্বের রক্তিমতা
ভরাও এ জীবনের পূর্ণতা
মানবতা মানব মনের অধিকার
ভরিয়ে দাও প্রতিটি রক্ত কণার
সঞ্চিত বুকের ভাবনা
দূর করায়ে আনমনা।
কর সুন্দর বিশ্ব পড়ান মাঝে
এক সুন্দর নির্মল সাজে
বেপরিয়ার আন্তরিকতা
ভুলায়ে মোর স্বার্থতা
করিয়া বৃহৎ মন
শিশু হয় যেমন।
বিভেদের  চাবিকাঠি
ছড়ায়ে পরিপাঠি
কর অতল সমুদ্র
দূর করে ক্ষুদ্র।