দাঁড়িয়ে থাকি রাস্তার ধারে
তুমি ফিরিবে যে সময়ে
ঘাম ঝরা দেহে, গলির দোকানে
অপেক্ষায় থাকি তোমায় দেখব বলে।
সারাদিনের অবসর পায় তোমার দেখায়,
তাই চেয়ে থাকি বহু প্রতিক্ষায়।
তুমি স্কুল ড্রেসে সাইকেলটা জোরে চালিয়ে
চলে যাও পাশ কাটিয়ে।
তুমি ভাবতে পারো আমাকে
কোনো ফোর টোয়েন্টি ছেলে অথবা বকাটে
গোয়া মোষের মত দাঁড়িয়ে থাকি রাস্তার ধারে
কোনো কাজ কাম না করে।
হ্যাঁ সারাক্ষণই বসে থাকি এখানে
যে যা ভাবুক তাহাদের মনে
আমায় নিয়ে কেউ একটি বার ভাবে,
এটাই আমাকে সবথেকে অবাক করে।
হোক না সে ভাবনা ভাল কি মন্দ
পায় এমনে আনন্দ হইনা নিরানন্দ।
আমার মনটা বাধা পরে আছে তোমাতে
তুমি কখনই আসনি সে পাড়েতে
যে পাড়ে ভালবাসা শুধু ভালবাসা,
থাকে না মনে অন্য কোনো ভাষা
একে অন্য কে দেয় প্রেমে ভরিয়ে
প্রেম বৃক্ষকে অনন্তকাল ধরে রাখে জিইয়ে।
তুমি ত বাস্তব কল্পনা নয়
তাই এ সমাজকে লাগে বড় ভয়।