আমি দেখি দাঁড়িয়ে আছ তুমি
চুপি সারে রাস্তারই পাশে
খুশি হয় মন তোমাকে দেখে
ভেবে পায়না আমি
দেখে তোমাকে অবশেষে
আমার হাতটা কবিতাটি লেখে।
পাড়ার ছোকরা হয় আমদানি
তোমার দিকে আসে
আজকাল তারা নতুন স্টাইল শেখে।
আমার কাছে তোমার মনটাই দামি
পাগল হয় তোমার নিঃশ্বাসে
এই উষ্ণহীন বৈশাখে
তুমি যেন এক বয়ে চলা নদী,
প্লাবিত হও বৃষ্টিহীন বর্ষাতে
রোমান্টিক তুমি আমারই চোখে।
তুমি যেন আকাশের চন্দ্রমনি
জ্যোৎস্না সমৃদ্ধি হও পূর্ণিমা রাতে
দিনের অবশেষে।