আজ হৃদয় বলে কিছুই নেই
যা ছিল তা খন্ড বিখন্ড হয়ে
মিশে গেছে ধুলোয়।
তা জোড়ার কোনো
মানেই হয় না
আমার জীবনে।
একাকী অবসন্ন জীবনের সাথে
মানিয়ে নিতে পেরেছি আমি
যেখানে কোনো বন্ধন নাই
বিচ্ছেদ নেই।
আছে মানষিকতার চরম পরীক্ষা
আর অনায়াসে গমন করা যায় অতীতে
কারোর আদেশ ছাড়াই।
চির স্থির বৃক্ষলতার মতো জীবন
কোনো অভিমান নেই
"যেন উদ্দেশ্য হীন জীবন
বড়ই রহস্য ময় "